- ইতিহাস ও পরিচিতি
ইতিহাস ও পরিচিতি
মানুষের জ্ঞানের তৃষ্ণা আছে। তৃষ্ণা মেটানোর জন্য মানুষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে। অন্ধকারের কুহেলিকা দূর করে শিক্ষার আলোয় জগতকে উদ্ভাসিত করার নিমত্তে সর্বোপরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে সিরাজগঞ্জে জেলার রায়গঞ্জ উপজেলাধীন পাংগাসী ইউনিয়নের অন্তর্গত কৃষ্ণদিয়া গ্রামে ১৯৭৩ সালের ১লা জানুয়ারিতে 'কৃষ্ণদিয়া রইচা ওবায়েদ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম রওশনুল হক (মতি মিয়া) সাবেক সংসদ সদস্য রায়গঞ্জ-তাড়াশ আসন।