• ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাণী
  • মোঃ আব্দুর রাজ্জাক সেখ

    ভারপ্রাপ্ত প্রধান  শিক্ষকের বাণী

    মানুষের জ্ঞানের তৃষ্ণা আছে। তৃষ্ণা মেটানোর জন্য মানুষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে। অন্ধকারের কুহেলিকা দূর করে শিক্ষার আলোয় জগতকে উদ্ভাসিত করার নিমত্তে সর্বোপরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ  উপজেলায় ১৯৭৩ সালের ১লা জানুয়ারিতে প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম রওশনূল হক (মতি মিয়া) কৃষ্ণদিয়া রইচা ওবায়েদ উচ্চ বিদ্যালয় নামক এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি । আমি প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করি।


  • সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে : October 03, 2024
    Developed by    BAI World Pvt Ltd -2023- ROS System